পদত্যাগ বিশ্বভারতীর রেজিস্টারের

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: পদত্যাগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আশিস আগরওয়াল। মঙ্গলবার এ খবর জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। গত ১৫ দিন ধরে লাগাতার উত্তপ্ত বিশ্বভারতীর ক্যাম্পাস চলছে পড়ুয়া বিক্ষোভ।আন্দোলন শুরুর দিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে ছাত্র-ছাত্রীরা ঘেরাও করে রেখেছিলেন রেজিস্ট্রারকে।সঙ্গে ছিলেন আরও দুই আধিকারিক। রীতিমতো হামাগুড়ি দিয়ে ঘেরাওয়ের স্থান থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তিনি। যদিও তাতে কাজ হয়নি। এর পর আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে মুক্তি পান। সোমবার বিকেলে বাংলাদেশ ভবনে বৈঠকে গিয়েছিলেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল-সহ অন্যান্য আধিকারিকরা। সেইসময়ও তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এখনও বাংলাদেশে ভবনে তিনি আটকে আছেন বলে দাবি করেন রেজিস্ট্রার। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘাত চলছেই। তিন দফা দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।