মে মাসেই খুলছে কেদারনাথের দরজা

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: প্রতিবছর কেদারনাথের দরজা খোলার অপেক্ষায় থাকে সকল ভক্তরা। এবার সেই প্রতীক্ষার অবসান। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ওঙ্কারেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মে সকাল ৬:২৫ মিনিটে পূর্ণ্যাথীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথের মন্দিরের দরজা। ৮ মে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা। প্রবল শীত ও তুষারপাত হলে উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে শিবের মূর্তি নামিয়ে নিয়ে এসে কেদারনাথের পুজো হয়। তারপর আবার শীত কমলে খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। মন্দির খোলার পর আবার মূর্তি স্থাপন করা হয় কেদারনাথ মন্দিরের নিজ আসনে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ২ মে শিবের পঞ্চমুখী মূর্তিটিকে ফুলের সাজে দোলায় করে ওঙ্কারেশ্বর মন্দির থেকে কেদারনাথের দিকে নিয়ে যাওয়া হবে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।