
সংবাদ সংস্থা: কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ এবার বঙ্গভূমিতেও এসে পৌঁছল। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর রেল স্টেশনে রেল অবরোধ করা হয়। এর ফলে সকালের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধেই এদিন সকালে ঠাকুরনগরে রেল অবরোধ করা হয়, অবরোধকারীরা নিজেদের সেনাবাহিনীর চাকরি প্রার্থী বলে দাবি করেছেন। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল। আপ লাইনে গোবরডাঙা পর্যন্ত ট্রেন চলতে থাকে। চূড়ান্ত নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ”চার বছরের জন্য নিয়োগ করবে। তারপর বাড়ি পাঠিয়ে দেবে। আমরা কি কোনও বিদেশে কাজে যাচ্ছি না কি?”
