
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: মঙ্গলবার সকালেই কলকাতা হাইকোর্টে গরু পাচার মামলায় তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করায় অনুব্রত মণ্ডল বড় ধাক্কা খেয়েছেন।এরপরই তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন কর হল।শান্তি কামনায় অনুব্রত মণ্ডলের জন্য মহাযজ্ঞ করা হয়। তারাপীঠে সেই মহাযজ্ঞের সময় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, হাঁসন বিধানসভার বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে সমন পাঠাতে আর বাধা রইল না সিবিআইয়ের। অন্যদিকে,বিরোধীদের দাবি, আদালতে রক্ষাকবচ না পেতেই এবার তারা মায়ের দ্বারস্থ হয়েছেন বীরভূম জেলার সভাপতি।