
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করার পর থেকেই রাজ্য-রাজনীতি সরগরম হয়ে ওঠে। এরই মধ্যে আবার এক নতুন মোড় দেখা গেল। যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার প্রসঙ্গ বারবার এড়িয়ে গিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সেই সিবিআই দফতরে হাজিরা দিতেই এবার নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিষয়ে সিবিআই দফতরে চিঠিও দিয়েছেন তিনি। গরু পাচার মামলায় বৃহস্পতিবার ৯টা ৫৪ মিনিটে হাজিরা দেন সিবিআই দফতরে।গরু পাচার মামলা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা মামলা, অনুব্রতকে যতবারই সিবিআই তলব করেছে ততবারই অসুস্থতার কারণ দিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন। তবে এবার তিনি স্বইচ্ছায় হাজিরা দিতে চেয়েছেন।হাসপাতালে থাকাকালীন তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান, তাঁরা চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকাকালীনও সিবিআইকে চিঠি দেন। নিজের বাড়িতে সরাসরি অথবা ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হন তিনি। এরপর ফের গত ২৫ এপ্রিল চিঠি দিয়ে অনুব্রত জানান, নিজাম প্যালেসে উপস্থিত হতে তিনি রাজি, তবে ২১ মের পর। চিঠির সঙ্গে নিজের প্যান ও আধার কার্ডের প্রতিলিপিও জমা দিয়েছিলেন অনুব্রত।শেষমেষ বৃহস্পতিবারই নিজাম পালেসে উপস্থিত হলেন তিনি।
