অভিনেত্রী ঋতুপর্ণাকে উঠতে দেওয়া হল না বিমানে

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: মঙ্গলবার সকাল সকাল আহমেদাবাদের বিমান ধরতে বিমানবন্দরে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভোরের বিমানের বোর্ডিং সময় ছিল ৪.৫৫ মিনিট। ঋতুপর্ণা এদিন সকালে বিমানবন্দরে পৌঁছান ৫.১২ মিনিটে। অভিনেত্রীর দাবি, সময়ে পৌঁছানো সত্বেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই ঘটনার পরই তিনি তার সোশ্যাল মিডিয়াতে তার বোর্ডিং পাসের ছবি সমেত বিস্তারিত ভাবে ঘটনাটি জানান। তার দাবি, আমদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪.৫৫ । তিনি সেখানে যান, ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট নাকি অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে! আরও জানানো হয়, তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে বিমানবন্দরের তরফে কোনও ফোন আসেনি। শ্যুটিয়ের কাজেই আমদাবাদ যাচ্ছিলেন ঋতুপর্ণা। সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন তিনি। কিন্তু বিমান কর্মীরা নিজেদের জায়গায় অনড়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।