
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ শুরুতে একটু খারাপ হলেও শনিবার হায়দরাবাদ আট উইকেটে চেন্নাইকে পরাজিত করলো। সৌজন্যে অভিষেক শর্মা।পঞ্জাবের একুশ বছর বয়সী বাঁ-হাতি অলরাউন্ডার অভিষেক শর্মা ২০১৯ সালে ছিলে হায়দরাবাদে,কিন্তু সেই সময় ছাপ ফেলতে পারেননি। এই মরশুমে ‘অরেঞ্জ আর্মি’ নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে অভিষেককে।প্রথম উইকেট পার্টনারশিপে ১২.১ ওভারে ৮৯ রান যোগ করেন তাঁরা। ৪০ বলে ৩২ রানের ইনিংস খেলে কেন ফিরে যান। এরপরে ৫০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন অভিষেক। তিনি যখন ফেরেন তখন হায়দরাবাদ ১৭.১ ওভারে ১৪৫ রান তুলে ফেলেছে শর্মা একাই দলকে জয়ের রাস্তায় নিয়ে যান। আর তাঁর এই ব্যাটিংয়ে প্রশংসিত হয়ে তারিফ করেছেন ওয়াসিম জাফর ও ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররা।