
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ইতিমধ্যেই অন্ধপ্রদেশের বিভিন্ন এলাকায় অশনির প্রভাব পড়তে শুরু করেছে। অভিমুখ বদলে দক্ষিণেই ধেয়ে আসছে সাইক্লোন অশনি। এই আবহেই সমুদ্র সৈকতে ভেসে এল এক সোনার রথের মতো দেখতে এই রথরূপী কাঠামো । শ্রীকাকুলাম জেলার সুন্নাপাল্লি উপকূল এলাকায় রথের আদলে অর্থাৎ ওইখানে উদ্ধার হয় সোনার রথ এর মত দেখতে ওই কাঠামোটি । অনুমান করা হচ্ছে, মায়ানমার, মালয়েশিয়া বা থাইল্যান্ড থেকে সম্ভবত সমুদ্রের স্রোতে ভেসে এসেছে এই কাঠামোটি।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যেরকম নকশা দেখা যায়, তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই কাঠামোটির। পাশাপাশি উল্লেখ্য ক্রমাগত জারি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা । গত ৬ ঘণ্টায় অশনি ঝড়ের অভিমুখ বদলেছে। ফলে, অন্ধ্রপ্রদেশের অনেক কাছেই রয়েছে অশনি। তবে বর্তমানে অশনির আতঙ্ক ভুলে সোনার রথের আদলে এই কাঠামো দেখতে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা।
