
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর বয়স এখন ৮০ বছর। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। জানা গিয়েছে, হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অভিনেত্রীর। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে। সেই কারণেই অসুস্থবোধ করেন তিনি। এছাড়াও ডাক্তারেরা আরোও অনেক রকমের পরীক্ষা করছেন। বহু সময় ধরেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সত্যজিৎ রায়ের ‘ চারুলতা ‘ করার পর থেকেই তিনি খ্যাতি অর্জন করেন। এছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি। ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।