
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: অবশেষে আইনি বাধা কাটিয়ে মুক্তি পেল ‘দ্যা কাশ্মীর ফাইলস’ । এবার বিনা বাধায় গোটা দেশে দেখা যাবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। মুক্তির আগে বেশ কয়েকবার আইনি বিপাকে জড়িয়ে পড়ে এই ছবি। ছবির ট্রেলারে দেখা যায় যে, কাশ্মীরে একটি সম্প্রদায়ের মানুষ নির্বিচারে হত্য়া করছে অন্য সম্প্রদায়ের পন্ডিতদের। এই দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে, এই অভিযোগে একটি পিআইএল দাখিল করেছিলেন এক ব্যক্তি। মুম্বই হাইকোর্ট সেই আর্জি খারিজ করায় ছবিটি মুক্তি পায়। এমনকি ছবিটির মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ৩.২৫ – ৩.৫৯ কোটি টাকা নেট রেঞ্জে সংগ্রহ করেছে৷ সম্প্রতি মুম্বইয়ে এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রবি খান্নার স্ত্রী শালিনী খান্না। তাঁর অভিযোগ, কাশ্মীর ফাইল ছবিতে তাঁর স্বামীর চরিত্রটিকে ভুল ব্যাখা করা হয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে বেশ কিছু দৃশ্যও সত্য ঘটনাকে ভুলভাবে ব্যাখা করে। তবে শালিনীর অভিযোগ উড়িয়ে ও আইনি জট কাটিয়ে শেষমেশ গোটা দেশেই মুক্তি পেল ‘কাশ্মীর ফাইলস’ ।