
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : ২০২২ সালের হনুমান জয়ন্তীর তিথি পড়েছে ১৬ এপ্রিল।ভোর ৫ টা ৫৫ মিনিট থেকে পড়ে তিথি। পুজো করার সেরা সময়সকাল ১১.৫৫ টা থেকে ১২.৪৭টা পর্যন্ত। হিন্দুধর্মের শাস্ত্র মতে, চলতি মাসে শুক্লপক্ষের পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন বজরংবলী। আর সেই কারণেই এমন দিনে বজরংবলীর পুজো করা হয়। শাস্ত্র মতে, শ্রীরামচন্দ্রের জন্মের ৬ দিন পর জন্ম নেন হনুমানজি। এবছরের হনুমান জয়ন্তীর উৎসব এসেছে খুবই বিরল কাকতালীয় ঘটনা নিয়ে। ৩১ বছর পর এই বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। জ্যোতিষীরা বলছেন যে এই বছর হনুমান জয়ন্তী ১৬ এপ্রিল শনিবার পড়ছে, যা বজরঙ্গবলীর প্রিয় দিন। এই দিনে শনি থাকবে মকর রাশিতে। ৩১ বছর পর এই বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল এবং শনি উভয়কেই নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এমন অবস্থায় হনুমান জয়ন্তীতে উভয় গ্রহের দোষ প্রশমিত হতে পারে। অর্থাৎ এই দুটি গ্রহের কারণে জীবনে আসা সমস্যা সহজেই কমানো যায়।