
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: উত্তরপ্রদেশে র এক চাষীর ছেলে নওয়াজ উদ্দিন সিদ্দিকী।ছোটবেলায় সিনেমা দেখার তাগিদে তিনি বুধানা থেকে ৪৫ কিমি দূরে যেতেন। এমনকি অভিনেতা হওয়ার জন্য তিনি দিল্লিতে এসে দারোয়ান এর কাজ পর্যন্ত করেছেন। হাল তিনি তখন ছাড়েননি। অভিনয় করার ভালোবাসা এবং প্রবল চেষ্টা আজ তাকে একজন সফল অভিনেতা বানিয়েছে। আজ অভিনেতার ৪৮ তম জন্মদিন। একজন চাষীর ছেলে থেকে সফল অভিনেতা হওয়া কি করে হওয়া যায়, তিনি তার প্রকৃত উদাহরণ। সকল অভিনয় প্রেমীদের তিনি অনুপ্রেরণা।
