
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : প্রতিবছর ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। ইউনেস্কো ১৯৮০ সালে বিশ্ব নৃত্য সংস্কারক জ্যঁ জর্জ নোভেরের জন্মদিন ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করে। তিনি ব্যালে নৃত্য আবিষ্কার করেন। তখন থেকে পৃথিবীব্যাপী এ দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। সব সংস্কৃতির আদি জননী হচ্ছে নাচ বা নৃত্য। নাচ সাংস্কৃতিক শিক্ষার অন্যতম মাধ্যম। ফলে গবেষণা ও শিক্ষার উপাদান হিসেবে সারা বিশ্বেই নাচের জনপ্রিয়তা রয়েছে।