
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: অতিমারির জেরে এবছর জানুয়ারি মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই আজ, সোমবার বিকাল ৪ টে নজরুল মঞ্চ অনুষ্ঠিত হতে চলেছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোলের নয়া সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এছাড়াও থাকছেন টলিউডের অন্যান্য কলাকুশলীরা। উল্লেখ্য, প্রতি বছরের মতো এ বছরে নন্দনে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এবার নজরুল মঞ্চে উদ্বোধনী সিনেমা প্রদর্শনী দেখা যাবে। উৎসবের সূচনায় থাকছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি। এই অনুষ্ঠানটি চলবে আগামী ১ মে পর্যন্ত। যদিও করোনা অতিমারির জেরে অন্যান্য বছরের মতনই এবছর চলচ্চিত্র উৎসবে সেইরকমের জৌলুস থাকছে না। যার ফলে ছোট হয়েছে অতিথি তালিকাও। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির কারণে এ বছর জানুয়ারিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হন এই উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী ও আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় । তাই সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছিল। অবশেষে চলতি বছরের ২৫ এপ্রিল ২০২২ – র ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে নজরুল মঞ্চে।