
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:আজ থেকে দেশ জুড়ে শুরু হল ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ। এর আগে ১৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হয়েছিল। করোনা সংক্রমণ অনেকটা কমে যাওযায় খুলে দেওয়া হয়েছে স্কুল। সেকারণে শিশুদের সুরক্ষিত রাখতে ধাপে ধাপে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ছোট শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়নি। এবার ১২-১৪ বয়সিদেরও টিকা কর্মসূচি শুরু হওয়ার ফলে আরও বেশি সংখ্যক স্কুলপড়ুয়ার শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে শুরু করবে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের। কারণ বর্তমানে স্কুল খুলে গিয়েছে। ভারতে করোনা সংক্রমণ বলতে গেলে একেবারেই কমে গিয়েছে। সব রাজ্যেই একই পরিস্থিতি। সেকারণে করোনা বিধিনিষেধেও ছাড় দেওয়া হয়েছে প্রায় সব রাজ্যে। খুলে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলও। ইতিমধ্যেই স্কুলে যাতায়াত শুরু করে দিয়েছেন সকলে। এই পরিস্থিতিতে শিশু পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি বেশি করে নজরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাই ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিেয়ছে দেশে। সোমবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, ‘বাচ্চারা সুরক্ষিত তো, দেশ সুরক্ষিত থাকবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২-১৪ বছরের বাচ্চাদের করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হবে।’ তাই ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিেয়ছে দেশে। গতকাল থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কোউইন অ্যাপে চলছিল রেজিস্ট্রেশন। আজ থেকে গোটা দেশে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা করণ। এর আগে জানুয়ারি মাসে শুরু হয়েছিল ১৫ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকাকরণ। শিশু পড়ুয়াদের সুরক্ষিত রাখতেই মোদী সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিছু নির্দিষ্ট সরকারি টিকাকরণ কেন্দ্রেই এই টিকা দেওয়া হবে। ২৮ দিনের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রমণ গোটা দেশে কমলেও আইআইটি খড়গপুর এবং আইআইটি কানপুরের গবেষকরা জািনয়েছেন মে মাস থেকে ফের করোনা সংক্রমণ মাথাচারা দিতে পারে। সেকারণে শিশুদের দ্রুত টিকাকরণ করিয়ে তাঁদের সুরক্ষিত রাখতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই চিন এবং আমেরিকায় নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।