
নিজস্ব প্রতিবেদন : আনিস খান হত্যাকাণ্ডে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে ছুটিতে পাঠানো হল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এই মুহূর্তে আমতা থানার দায়িত্বে আনা হয়েছে কিঙ্কর মণ্ডলকে। তিনি হাওড়া গ্রামীণের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি ছিলেন। আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে বৃহস্পতিবার সকালে বিস্ফোরক মন্তব্য করেন ধৃত দুই পুলিস কর্মী। ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যর দাবি, থানা থেকে ওসির নির্দেশে গিয়েছিলেন আনিসের বাড়ি। আমাদের বলির পাঁঠা করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার দেবব্রতবাবুকে ভবানীভবনে ডাকা হয়। তারপর তাঁকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আজ আবার আজ ফের ভবানীভবনে তলব করা হল আমতা থানার তত্কালীন ওসি দেবব্রত চক্রবর্তী-সহ মোট ১০ জনকে। এমনকী আমতার এক টোটো চালককেও তলব করা হয়েছে।