আনিস কাণ্ডে গ্রেপ্তার ২ পুলিশ

Spread the love

আনিস কাণ্ডে গ্রেপ্তার ২ পুলিশ নিজস্ব প্রতিবেদন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ২জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নবান্নে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ও কড়া পদক্ষেপ করছে বলেও দাবি করেছেন তিনি। তিনি এও বলেন, আমতায় তদন্ত প্রক্রিয়া সবে শুরু হয়েছে। এখনও আমরা জানি না আসল ঘটনা কী। দ্বিতীয়বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য, তাঁদের অনুমতি দেয়নি। তাঁদের বাধা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে পুলিশের দু’জনকে গ্রেফতার করেছে।” এর কিছুুক্ষণের মধ্যেই রাজ্যপুলিশের ডিজি অমিত মালব্য বলেন, ‘অনিস খান মৃত্যুর ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এই দু’জনকে কোর্টে পেশ করা হবে। সিটকে বাধা দেওয়া হয়েছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। আমাদের আবেদন, পুলিশের সঙ্গে সহযোগিতা করা হোক। ১৫ দিনের মধ্যে সিট তদন্ত রিপোর্ট দিতে সংকল্পবদ্ধ।’ এদিকে এই গ্রেফতারির পর স্থানীয় ও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি পুলিশই সেই রাতে আনিসের বাড়ি গিয়েছিল বলে মেনে নিলো পুলিশ?
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।