
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: শিলিগুড়ির অন্যতম দ্রষ্টব্য স্থান বেঙ্গল সাফারি পার্ক। আর এই পার্কের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার।শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের প্রধান আকর্ষণ শীলা ফের মা হল। এর আগে ২০১৮ সালে তিন সন্তানের জন্ম দিয়েছিল শীলা। পরে ২০২০ সালে আরও তিন শাবকের জন্ম দিয়েছিল সে। আর এবারে একেবারে পাঁচটি শাবকের মা হল সে। পার্ক সূত্রে খবর, মা শীলা ও তারা প্রত্যেকটি সন্তানই সুস্থ রয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শীলা ও তার শাবকগুলি। সব মিলিয়ে দশটি শাবকের জন্ম দিয়েছে শীলা। আর শাবকদের জন্মের পরই উচ্ছ্বসিত বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ । এইবারও শাবকদের বাবা কিন্তু সেই বিভানই । আর তাদের জন্মের পর শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে মোট রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বর্তমানে দাঁড়ালো ১২।