
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: এইমুহূর্তে ভারতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত হয়তো আপাতত নেই। কিন্তু পড়শি দেশ চিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে সেখানে। করোনার অতি সংক্রামক রূপ ওমিক্রন থেকেই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে বলে প্রাথমিক ভাবে অনুমান বিশেষজ্ঞদের।দেশের উত্তর-পূর্বের চাংচুনেই সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি এই মুহূর্তে। প্রায় ৯০ লক্ষ মানুষের বাস সেখানে। বিপদ এড়াতে তাই আগেভাগেই সেখানে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতি দু’দিন অন্তর খাবার এবং নিত্য প্রয়োজনের জিনিস কিনতে পরিবারের এক জন সদস্যেরই বেরনোর অনুমতি রয়েছে। চিনে নতুন করে ১ হাজারের বেশি মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন, দু’বছর পর দৈনিক সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ। এর মধ্যে দেশের মধ্যে পরস্পরের থেকে সংক্রমিত হয়েছেন ৭০০-র বেশি মানুষ। প্রায় ৪০০ জনের মধ্যে সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে।