
আমতার আনিস রহস্যমৃত্যুকাণ্ডে সাসপেন্ড ৩ পুলিশকর্মী
নিজস্ব প্রতিবেদন: আমতা রহস্যমৃত্যুকাণ্ডে সিট গঠনের ২৪ ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হল তিনজন পুলিশ কর্মীকে। জানা গেছে, একজন এএসআই, এক কনস্টেবল ও আরেক হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। এও জানা গেছে, সিটের তরফ থেকে তদন্ত শুরু করার পর, অভিযোগের ভিত্তিতে এই তিন পুলিশ কর্মীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে আনিসের পরিবারের প্রতি খারাপ ব্যবহার করারও অভিযোগ উঠে এসেছে। তবে কে বা কারা আনিসের বাড়িতে সে দিন রাতে গিয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ‘ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে, তার জন্য একটি সিট গঠন করতে হবে।’ রাতের মধ্যেই জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট গঠন হয়।