সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: এক উচ্চপদস্থ আমলা তাঁর পোষা কুকুর নিয়ে স্টেডিয়ামে হাঁটাহাঁটি করবেন। তাই, স্টেডিয়ামের ভিতরে থাকা অ্যাথলিটদের প্রশিক্ষণ বন্ধ করে দিতে হবে। দিল্লি স্টেডিয়ামে গত কয়েক মাস ধরে এটাই হয়ে আসছে বলে খবর একটি জাতীয় সংবামাধ্যমের। তাদের প্রতিবেদন অনুসারে, দিল্লি থ্যাগরাজ স্টেডিয়ামে সকালে ও বিকেলে অ্যাথলিটরা অনুশীলন করেন। বিগত কিছু মাস ধরে সূর্য ডুবলেই নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজাতে শুরু করে স্টেডিয়াম দ্রুত খালি করার নির্দেশ দেন। আগে সন্ধ্যা আটটা-সাড়ে আটটা পর্যন্ত অ্যাথলিটরা স্টেডিয়ামে থাকতে পারতেন। এবার সাতটা বাজলেই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজাতে শুরু করেন। কারন এই স্টেডিয়ামে প্রতি সন্ধ্যায় আসেন দিল্লির এক উচ্চপদস্থ আমলা এবং তাঁর প্রিয় সারমেয়। তিনি যাতে নিশ্চিন্তে মাঠে পায়চারি করতে পারেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাথলিটদের অবিলম্বে স্টেডিয়াম খালি করার নির্দেশ দেওয়া হয়।যদিও দিল্লির প্রিন্সিপ্যাল সেক্রেটারি অভিযোগ অস্বীকার করেছেন।
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: এক উচ্চপদস্থ আমলা তাঁর পোষা কুকুর নিয়ে স্টেডিয়ামে হাঁটাহাঁটি করবেন। তাই, স্টেডিয়ামের ভিতরে থাকা অ্যাথলিটদের প্রশিক্ষণ বন্ধ করে দিতে হবে। দিল্লি স্টেডিয়ামে গত কয়েক মাস ধরে এটাই হয়ে আসছে বলে খবর একটি জাতীয় সংবামাধ্যমের। তাদের প্রতিবেদন অনুসারে, দিল্লি থ্যাগরাজ স্টেডিয়ামে সকালে ও বিকেলে অ্যাথলিটরা অনুশীলন করেন। বিগত কিছু মাস ধরে সূর্য ডুবলেই নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজাতে শুরু করে স্টেডিয়াম দ্রুত খালি করার নির্দেশ দেন। আগে সন্ধ্যা আটটা-সাড়ে আটটা পর্যন্ত অ্যাথলিটরা স্টেডিয়ামে থাকতে পারতেন। এবার সাতটা বাজলেই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজাতে শুরু করেন। কারন এই স্টেডিয়ামে প্রতি সন্ধ্যায় আসেন দিল্লির এক উচ্চপদস্থ আমলা এবং তাঁর প্রিয় সারমেয়। তিনি যাতে নিশ্চিন্তে মাঠে পায়চারি করতে পারেন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাথলিটদের অবিলম্বে স্টেডিয়াম খালি করার নির্দেশ দেওয়া হয়।যদিও দিল্লির প্রিন্সিপ্যাল সেক্রেটারি অভিযোগ অস্বীকার করেছেন।