
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: পঞ্চম ম্যাচে উত্থাপা এবং দুবের ব্যাটিং ঝড়ে চেন্নাইয়ের জয় আইপিএলে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটল।চলতি আইপিএলের প্রথম চার ম্যাচের চারটিতেই হার ছিল চেন্নাইয়ের।বোনের আকস্মিক মৃত্যুতে বাড়ি ফিরে গিয়েছেন হর্ষল প্যাটেল।তার জায়গায় ব্যাঙ্গালুরের জার্সিতে নেমে পড়েছিলেন জস হ্যাজলউড। শুরুতে ঋতুরাজের উইকেটটি তুলে নিয়ে চেন্নাই টপ অর্ডারে ধাক্কাচেন্নাই টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন তিনি।৩ রানে করে রান করে মঈন আলিও ফিরে যান। কিন্তু এরপর খেলা নতুন মোর নিয়ে আসেন উত্থাপা আর দুবে।১৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটার। আর এইভাবেই ২৩ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিল রবীন্দ্র জাদেজা-মহেন্দ্র সিং ধোনির সিএসকে। সিএসকের হয়ে দুরন্ত বোলিং করেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট ঝুলিতে পোরেন তিনি। এছাড়া অধিনায়ক জাদেজা নেন তিনটি উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৩ রানে থমকে যায় আরসিবির ইনিংস।