আর্থিক তছরুপের অভিযোগে আবারও বড়সড় বিপাকে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, বাজেয়াপ্ত সম্পত্তি!

Spread the love

সংবাদ সংস্থা: আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ও তাঁর পরিবারের ৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি (ইডি)। বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সম্পত্তির তালিকায় রয়েছে প্রাক্তন এই সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট, শহর কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের একাধিক ফ্ল্যাট। এর আগে সিবিআই এফআইআর দায়ের করার পর আইকোর গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। সেই তদন্তেই এই পদক্ষেপ। সংবাদমাধ্যমে এও প্রকাশ, সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইকোর গ্রুপ ছাড়াও সারদা গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের ফলে কার্যত বিপাকে প্রাক্তন সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত/ সোশ্যাল মিডিয়া
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।