
নিজস্ব প্রতিবেদন: সীমান্ত পেরতে গেলেই ভারতীয় পড়ুয়াদের নির্মমভাবে মারধর করে আটকে দিচ্ছে ইউক্রেনের সেনারা।পণবন্দী করে রাখা হচ্ছে তাদের। রাশিয়ার সেনার মুখপাত্রের দাবিতে তোলপাড় গোটা ভারত জুড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, খারকিভে একদল ভারতীয় পড়ুয়াকে বন্দি করে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। উল্লেখ্য,ভারতীয় পড়ুয়ারা আগেই ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিল, সীমান্তে ইউক্রেনীয় সেনা মারধর করছে তাদের। চুলের মুঠি ধরে লাথি মারার অভিযোগও করেন কয়েকজন ছাত্রছাত্রী। এবার ভারতীয়দের পণবন্দি করে রাখার অভিযোগ উঠল। ভারত যদিও রাশিয়ার এই অভিযোগ মানতে চায়নি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার বিষয়ে কোনও খবর এখনও আমাদের কাছে নেই।” গতকালই খারকিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই রুশ সেনা ভারতীয় ছাত্রীদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করে এবং তাদের ইউক্রেনের পশ্চিম সীমান্তে পৌঁছনোর জন্য ট্রেনে তুলে দেয়। ২০ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথ পার করে আজ ওই পড়ুয়ারা সীমান্তে পৌঁছবে। অন্যদিকে, খারকিভে যে সমস্ত ছাত্ররা আটকে রয়েছে, তাদের জন্যও একই ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।