ইউক্রেন ছেড়ে চলে আসুন, প্রবাসী ভারতীয়দের পরামর্শ ভারতের 

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের পরিবারকে দেশে ফেরার জন্য় বলা হয়েছে।এবার ইউক্রেনে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সে দেশ ছাড়ার ব্যাপারে পরামর্শ দিল ভারত। রবিবার বিশেষত ইউক্রেনে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রী ও যাদের সে দেশে থাকার বিশেষ দরকার নেই তাঁদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়ান হানার আশঙ্কায় দূতাবাসের আধিকারিকদের পরিবারগুলিকেও ইউক্রেন থেকে সরানোর ব্য়াপারে নির্দেশ দেওয়া হয়েছে। কিভে থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও বাণিজ্য়িক বা চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দ্রুত ইউক্রেন ছাড়ার ব্যাপারে জানানো হয়েছে। ইস্টার্ন ইউক্রেনের হিংসা ছড়াতে পারে সেই আশঙ্কায় এই পরামর্শ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে এনিয়ে দ্বিতীয়বার এই ধরণের পরামর্শ দেওয়া হল দূতাবাসের তরফে।বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ এর পরই দেশের বিদেশমন্ত্রক ইউক্রেনের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকে উচ্চপর্যায়ের বৈঠক চলছে এবং জরুরি পরিকল্পনাগুলি কার্যকর করা |আকাশপথ বন্ধ হওয়ার জন্য ইউক্রেন থেকে বেরিয়ে আসার বিকল্প রুট খোঁজা হচ্ছে। বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে যা পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘন্টা খোলা থাকবে৷প্রতিরক্ষামন্ত্রকেরতরফে জানানো হয়েছে, “সমস্ত ভারতীয় নাগরিক এবং সমস্ত ভারতীয় ছাত্রদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট এবং চার্টার ফ্লাইট মারফত দ্রুত ফেরার আবেদন করা হচ্ছে।”ক্রমে আরও উদ্বেজনক পরিস্থিতি তৈরি হচ্ছে ইউক্রেনে। খবর পাওয়া গিয়েছে ইউক্রেনের পূর্ব সীমান্তে অর্থাৎ রাশিয়ার দিকের সীমান্ত জুড়ে সোভিয়েতপন্থী সশস্ত্র রাজনৈতিক কর্মীরা গোলাগুলির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। অনাক্রমণ চুক্তি বারবার লঙ্ঘিত হচ্ছে। আমেরিকা ও ইউক্রেনের বর্তমান সরকারের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় ইন্ধন জোগাচ্ছে রাশিয়া।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।