ইউক্রেন থেকে দিল্লি ফিরলেন প্রবাসী ভারতীয়রা

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :রাশিয়ার হামলা আতঙ্কে একটি বিশেষ ফ্লাইটে ইউক্রেন থেকে দিল্লি ফিরলেন ২৪১ ভারতীয়। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। মঙ্গলবার রাত ১২টার দিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি এয়ারপোর্টে পৌঁছায় ফ্লাইটটি। দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ইউক্রেন ফেরত ভারতীয়রা। তারা জানান, চাপা উৎকণ্ঠার মধ্যে ইউক্রেনে দিন কাটছিল তাদের। গত সপ্তাহেই ভারতীয় দূতাবাস কিয়েভে বসবাসরত নিজ নাগরিকদের জন্য জারি করে সতর্কবার্তা। সে অনুসারে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ বাতিলের ঘোষণা আসে। একইসাথে ইউক্রেন ত্যাগের কথাও বলে দূতাবাস|ইউক্রেন থেকে ভারতীয়রা এমনও জানান যে সেখান থেকে আসার বিমানের এতটাই বেশি ভাড়া যে অনেকেই চেয়ে ফিরতে পারছেন না। তবে এবার সেখান থেকেই হাসিমুখে ঘরে ফিরলেন এক দল ভারতীয়। ইউক্রেন থেকে দেশে ফিরলেন ভারতীয়রা। অবশেষে দেশে ফিরলেন একদল ভারতীয়। এখনও সেখানে অনেকেই রয়েছেন বলে জানা যাচ্ছে। মোট ২০০ জনেরও বেশি ভারতীয় দেশে ফিরেছেন বলে জানা যাচ্ছে। দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলললেন ভারতীয়রা। ইউক্রেন থেকে নিরাপদেই ফিরেছেন সকলে। সমস্ত বিমান বন্দরে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। ইউক্রেন থেকে আগতদের কথা ভেবেই এই বিশেষ ব্যবস্থা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।