
সংবাদ সংস্থা: ‘অপারেশন গঙ্গা’-র অধীনে শুধু নিজের দেশের নাগরিকদের নয়, পড়শি দেশের নাগরিকদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার করে এনেছে ভারত। জানা গিয়েছে, ছাত্রীর নাম আসমা শাফিক। ইউক্রেনে যুদ্ধের কারণে আটকে পড়েছিলেন। তাঁকে ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই উদ্ধার করে দিল্লির দূতাবাস। এখন তিনি পশ্চিম ইউক্রেন সীমান্তে। সেখান থেকে ফিরবেন নিজের দেশ পাকিস্তানে। আসমার কথায়, ‘আমরা এখানে খুব কঠিন পরিস্থিতিতে ছিলাম। সেখান থেকে উদ্ধারে সহযোগিতারা জন্য আমি কিয়েভে ভারতীয় দূতাবাস এবং প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ভারতীয় দূতাবাসের জন্য আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারব।’শুধু পাকিস্তানি ছাত্রী নয়, এর আগে এক বাংলাদেশের পড়ুয়া এবং নেপালের এক পড়ুয়াকেও ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ‘অপারেশন গঙ্গা’-এর অধীনে এক নেপালি নাগরিককেও ইউক্রেন থেকে বিমানে চাপিয়ে দিল্লি ফেরানো হয়। ওই ছাত্রের নাম রোশন ঝা। তিনিও ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন। পরে কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, আরও সাত জন নেপালের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত।