
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: ইউক্রেনের যুদ্ধ কেরিয়ারে ছায়া ফেলেছে। জীবন হাতে নিয়ে দেশে ফিরেছেন ডাক্তারি পড়ুয়ারা। তার মধ্যে রয়েছেন বাংলার ৩৯১ জন পড়ুয়া। তাঁরা মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ নানা ক্ষেত্রে সেখানে পড়াশোনা করছিলেন। যুদ্ধের মাঝে বাধ্য হয়ে পড়াশোনায় ইতি টেনে ফিরতে হয়েছে। তাঁদের পড়াশোনার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে সকল পড়ুয়ারা ইউক্রেন থেকে দেশে ফিরে আসছেন, তাঁরা যাতে কোর্সের বাকিটুকু দেশেরই কোনও মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করতে পারেন, সেই বিষয়ে ভারত সরকারের কাছে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছে বিভিন্ন মহল। তবে, এরই মধ্যে রয়েছে খুশির খবর। ইউক্রেনের বেশ কিছু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনলাইন ক্লাস। সোমবার থেকেই শুরু হয়েছে এই ক্লাস। আগামী দিনে সেদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস শুরু করবে বলেই জানাচ্ছেন ইউক্রেন থেকে ফেরা ভারতীয় পড়ুয়ারা। দেশে কীভাবে আবার পড়াশোনা শুরু করবেন, তা নিয়েই চিন্তা গভীর হচ্ছিল তাঁদের। কিন্তু বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার পর এক নিমেষে চিন্তা দূর করে দিলেন। ইউক্রেনে পাঠরত মেডিক্যাল পড়ুয়ারা এখানকার মেডিক্যাল কলেজগুলিতেই পড়াশোনার সুযোগ পাবেন। ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া তাঁদের আরও নানা সুযোগসুবিধা দেওয়া হবে সরকারের তরফে। তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত সেখানকার পড়ুয়ারা।