শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: অক্ষয় তৃতীয়ার পাশাপাশি রাজ্য জুড়ে ঈদের আমেজ । অক্ষয় তৃতীয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়ে , রেড রোডে ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে এদিন মমতা ব্যানার্জি নাম না করে মোদী সরকারকে ঠেস দিয়ে বলেন, ”বাংলার ঐক্য দেখে অনেকে হিংসে করেন। বাংলার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনও রাজ্যে নেই। দেশের বিশেষ সম্প্রদায়কে আইসোলেট করে দেওয়া বরদাস্ত করব না। আমি থাকতে, তৃণমূল থাকতে বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না৷ এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলে একসঙ্গে মিলেমিশে থাকবে।’
