
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা:পবিত্র ইদ উৎসবে আনিসের পরিবারের পাশে থাকতে আমতার বাড়িতে পৌঁছে গেলেন মহম্মদ সেলিম।গত ১৮ ফেব্রুয়ারি আমতার এই বাড়িতেই মারা গিয়েছেন আনিস। আনিসের পরিবারের অভিযোগ ছিল, ওই দিন গভীর রাতে পুলিশ আনিসের বাড়িতে হানা দেওয়ার পরে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের ওপর। তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফের মতো বিরোধী দলগুলি। ঘটনার তদন্ত চললেও আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়। পাশাপাশি সেলিমের সঙ্গে আনিসের বাড়িতে যান সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ-সহ হাওড়া জেলা সিপিএমের নেতারা।ইদের এক দিন আগে আনিসের বাড়িতে এসেছিলেন আইএসএস নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তিনিও আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
