ইনস্টাগ্রামের মত ফেসবুক রিলসেও হবে উপার্জন

Spread the love

নিজস্ব প্রতিবেদন:গত বছরের শুরুর দিকে জনপ্রিয় শর্ট ভিডিও নির্মাতা অ্যাপ টিকটক ব্যান করার পর ভারত সহ বিশ্বের শর্ট ভিডিও নির্মাণের বাজার ধরেছে ইনস্টাগ্রাম রিলস।ইনস্টাগ্রামের পাশাপাশি বর্তমানে ফেসবুকেও রিলস ফিচার এনেছে মেটা।এবার ফেসবুকের রিলস থেকে টাকা উপার্জনের কথা জানাল তাঁরা। সম্প্রতি মার্ক জ়ুকারবার্গের তরফে জানানো হয়েছে ১৫০টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক রিলস ব্যবহার করতে পারছেন। মূলত, শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম টিকটক-এর সঙ্গে দৌড়ে টিকে থাকার জন্যই ১৫০টি দেশে চালু করা হয়েছে এই রিলস ফিচারটি। রিলসের মাধ্যমে টাকা উপার্জনের বিষয়টি কয়েকদিন আগে একটি ব্লগ পোস্টের মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে। যেখানে বলা হয়েছিল, “আন্তর্জাতিকভাবে লঞ্চ করা হয়েছে ফেসবুক রিলস। এবার থেকে ক্রিয়েটরদের কাছে উপার্জনের জন্য অন্য একটি রাস্তা খুলে যাবে।” এরসঙ্গে আরও বলা হয়েছে, “বিশ্বের ১৫০টি দেশে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ফেসবুক রিলস ব্যবহার করা যাবে। সুতরাং ক্রিয়েটররা উপার্জনের জন্য আরও বড় মার্কেট পাবে। এরসঙ্গে আরও একটি ক্রিয়েশন টুল যোগ করা হয়েছে।” ইনস্টাগ্রাম-এর মতোই ফেসবুক রিলস-থেকে উপার্জন করতে ক্রিয়েটারকে ব্র্য়ান্ড প্রোমোশন করতে হবে। বিভিন্ন সংস্থা রয়েছে যারা ক্রিয়েটরদের মাধ্যমে বিভিন্ন পণ্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেক্ষেত্রে ফেসবুক রিলসে এ যত বেশি সংখ্যক ফলোয়ার্স রয়েছে সেই ক্রিয়েটারের তত বেশি উপার্জনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেটিং সংস্থা রয়েছে।সেই সব এজেন্সির মাধ্যমেও বিভিন্ন সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তি করে অর্থ উপার্জন করতে পারে ক্রিয়েটররা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।