
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : বিশ্ব বাজারে পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় বিভিন্ন গাড়ি সংস্থা আনছে ব্যাটারি চালিত স্কুটার বা ই স্কুটার। দেশে প্রতিদিনই প্রায় একের পর এক ই স্কুটার লঞ্চ হচ্ছে। কখনও কোনও স্টার্টআপ বা কখনও আবার নামজাদা সংস্থাই নিয়ে আসছে সেই সব ইলেকট্রিক স্কুটার। এই সবের মধ্যে বাজাজ এবং টি ভি এস দুটি সংস্থা রয়েছে, যারা একাধিক ইলেকট্রিক স্কুটার দেশে লঞ্চ করেছে। এবার এই তালিকায় নাম নথিভুক্ত করতে চলেছে ইয়ামাহা। সম্প্রতি ইয়ামাহা তাদের ডিলার্স মিটে দুটি ইলেকট্রিক স্কুটার শোকেজ করেছে। আর সেই স্কুটার দুটি হল নিও’জ এবং ই০১ (NEO And E01)। এটি প্রডাক্ট শোকেজ হলেও সংস্থাটি খুব শীঘ্রই ভারতের মার্কেটে এই স্কুটার দুটি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। MRD Vlogs-এর তরফে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই দেখা গিয়েছে ইয়ামাহা নিও’জ় এবং ই০১ স্কুটার দুটির ঝলক।