
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:পেট্রোল ও ডিজেলের মূ্ল্যবৃদ্ধির ফলে ইলেকট্রিক বাসের চাহিদা তুঙ্গে। এবার শহরজুড়ে এই বাস চালানোর পথে আরও কয়েক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি দিনে ইজিভি ট্রান্সপোর্ট ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে আলোচনা চূড়ান্ত করল রাজ্য সরকার। সবমিলিয়ে বিনিয়োগ হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। আপাতত হাজার দেড়েক ই-বাস তৈরি হবে। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে তিন থেকে পাঁচ হাজার। ই-বাস চলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও রয়েছে রাজ্যে। সূত্রের খবর, মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প তালুকে তৈরি হবে ই-বাস কারখানা। উল্লেখ্য, কলকাতায় এখন ৮০টি ই-বাস চলছে। আরও ৫০টি আসবে। বিভিন্ন বাস ও ট্রাম ডিপোয় হবে চার্জিং স্টেশন। প্রথম পর্যায়ের ১৫টি বাস চলতি মাসে আসবে। নিউটাউনকে কেন্দ্র করে ই-বাস নামানোর দিকেই নজর দিচ্ছে সরকার।