
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:দুই কেন্দ্রের উপনির্বাচনের কারণে বদল হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সুচী। উচ্চ মাধ্যমিকের রুটিন বদল নিয়ে নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর। ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা। এরপর ১৬ এপ্রিল রয়েছে পরীক্ষা। ৫ তারিখ থেকে ১৫ তারিখ অবধি কোনও পরীক্ষা হবে না। এপ্রিল মাসের ২১, ২৪, ২৫, ২৯ তারিখ এবং মে মাসের ১ এবং ৪ তারিখ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। তাই বদল রয়েছে এখানেও। ১৬ এপ্রিল রাখা হয়েছে গণিতের পরীক্ষা। ২৪ এবং ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্সের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। ২৬ এপ্রিল কেমিস্ট্রি বিভাগের পরীক্ষা। ২৭ এপ্রিল বায়োলজি বিভাগের পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা। ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স। ২০ এপ্রিল কমার্সিয়াল ল এবং ২২ এপ্রিল ফিজিক্সের পরীক্ষা। ২৩ এপ্রিল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা। এদিন মুখ্যমন্ত্রী অবশ্য পরীক্ষার সুচী বদলের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। তিনি বলেন, “পাঁচ রাজ্যের নির্বাচনের সময়েই করতে পারত কিন্তু বিজেপির নির্দেশে তা করেনি। এখনও মাণিকতলার নির্বাচন বাকি রেখে দিয়েছে।”