
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: উত্তরপ্রদেশের ভোট মানেই জাত-বর্ণ-ধর্মের সমীকরণ। গত ৭ মার্চই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে উত্তর প্রদেশে। দেশের মধ্যে রাজনৈতিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে আবার এক বার ফিরে এল যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। বৃহস্পতিবার ভোটগণনার প্রাথমিক প্রবণতাতেই তা স্পষ্ট হয়ে যায়। তবে এ বার রেকর্ড জয়ের পাশাপাশি ভোট বাড়ল বিজেপি-র। শেষ তিন দশকেরও বেশি সময়ে এই প্রথম দল হিসেবে পর পর দু’বার সরকার গঠন করতে চলেছে বিজেপি। ভারতের ১৩৫ কোটি জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশের বাস উত্তরপ্রদেশে। যে কোনও রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ পাঠায় এই রাজ্য। বিধায়কের সংখ্যাও যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি। এমন একটি রাজ্যে শেষ তিন দশকের মধ্যে এই প্রথম একটি মেয়াদ পূরণের পর দ্বিতীয় বার সরকার গঠন করছে বিজেপি। উত্তরপ্রদেশে বিজেপির সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কোভিড মহামারি পরিস্থিতি থেকে বিতর্কিত তিন কৃষি আইন ও হাথরাস কান্ড নিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল যোগী সরকার।কিন্তু সে সব উড়িয়ে বিজেপি-র বিশেষ কৌশলে ফের একবার গেরুয়া ঝড় উত্তরপ্রদেশে।