শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: শতাব্দীপ্রাচীন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে উনুন ধ্বংসের পর এবার মন্দিরে দেখা দিল ফাটল। আর এই প্রেক্ষিতে ভক্তরা শুরু করেছেন #savejagannathtemple (সেভ জগন্নাথ টেম্পল) যা গত কয়েক ঘণ্টা ধরে একেবারে ট্রেন্ডিং। পুরীর মন্দিরের পুরোহিতদের অনুমান কোনও অশুভ ছায়া পড়েছে জগৎবিখ্যাত এই মন্দিরের গায়ে। আর শনিবার রাতে উনুন ধ্বংসের পর এখন আবার মন্দিরে ফাটল দেখা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন সকলেই। একটি সূত্রের খবর, পুরীতে ‘হেরিটেজ করিডোর’ প্রকল্পের কাজ চলছে, তার জেরেই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: শতাব্দীপ্রাচীন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে উনুন ধ্বংসের পর এবার মন্দিরে দেখা দিল ফাটল। আর এই প্রেক্ষিতে ভক্তরা শুরু করেছেন #savejagannathtemple (সেভ জগন্নাথ টেম্পল) যা গত কয়েক ঘণ্টা ধরে একেবারে ট্রেন্ডিং। পুরীর মন্দিরের পুরোহিতদের অনুমান কোনও অশুভ ছায়া পড়েছে জগৎবিখ্যাত এই মন্দিরের গায়ে। আর শনিবার রাতে উনুন ধ্বংসের পর এখন আবার মন্দিরে ফাটল দেখা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন সকলেই। একটি সূত্রের খবর, পুরীতে ‘হেরিটেজ করিডোর’ প্রকল্পের কাজ চলছে, তার জেরেই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে।