
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ১৫তম আইপিএল শুরুর আগেই রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রকাশ্যে এলো গুজরাট টাইটানস দলের জার্সি।এই দলের জার্সির রঙ নীল।নতুন স্টাইলে ভক্তদের সামনে হাজির হলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।এর আগে আইপিএল কেরিয়ারের সাত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন হার্দিক, যার মধ্যে বছর চারেক সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি’র হয়ে জিতেছেন আইপিএল। সদ্য গুজরাট ফ্রাঞ্চাইজি’র প্রস্তুতি শিবিরে যোগদান করেছিলেন তিনি, তার আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছে গুজরাট টাইটানস। গুজরাত টাইটানস দল ২৮ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি ম্যাচ দিয়ে তাদের আইপিএল অভিষেক করবে।