
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ফের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর নাম অপূর্ব দাস। ৫৫ বছর বয়স তাঁর।তিনি প্রাক্তন সেনাকর্মী। মৃত অপূর্ব দাস সোদপুরের বাসিন্দা ছিলেন। শনিবার সকালে তিনি বাইপাসের দিক থেকে বাইকে করে আসছিলেন। উল্টোডাঙা উড়ালপুলে ওঠার পরে বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেশি গতি থাকা অবস্থায় সেই সময় রেলিংয়ে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ে যান অপুর্ব দাস। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।