ঋদ্ধিমানকে হুমকি তদন্তে ৩ সদস্যের কমিটি বিসিসিআইয়ের

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :ঋদ্ধিমান সাহা, একজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার। তাকে একটি সাক্ষাত্কারের জন্য জিজ্ঞাসা করা বার্তাগুলির উত্তর না দেওয়ার জন্য একজন সিনিয়র সাংবাদিকের দ্বারা হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিসিআই সাহার সাথে যোগাযোগ করে এবং বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। বিসিসিআইয়ের তরফ সে জানানো হয়েছে তদন্ত নিরপেক্ষভাবে হবে। কাউকে রেয়াত করা হবে না।শুক্রবার গড়া হয়েছে এক তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিতে রয়েছেন ৩ জন। সেখানে রয়েছেন রাজীব শুক্লা, অরুণ ধুমাল এবং প্রভতেজ সিং। অভিযোগ উঠেছে, এই সাংবাদিক তাঁকে কিছু মেসেজ পাঠিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পাশাপাশি অভ্যন্তরীণ বিষয় বাইরে বলা হয়েছে। ঋদ্ধিমান সাহাকে এক সাংবাদিক হুমকি দেওয়ার পর সতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যাতে এই ধরনের বিতর্ক না হয়, তার জন্য সংবাদমাধ্যমের কাজকর্মের ক্ষেত্রে গাইডলাইন প্রকাশ করল বিসিসিআই। সংবাদমাধ্যমবোর্ডের প্রকাশিত গাইডলাইনে ছ’টি বিষয় বলা হয়েছে। এক, যে সব ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাঁদের সঙ্গে আলাদা করে কোনও কথা বলা যাবে না। দুই, কোনও ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করতে হলে পুরোটাই বোর্ডের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে করতে হবে। তিন, ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্ষেত্রেও সাংবাদিকদের এই নিয়ম মেনে চলতে হবে। চার, ক্রিকেটাররা যখনই কোনও সাংবাদিক বৈঠক করবেন, কিংবা অন্য কোনও জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সেখানে বোর্ডের মিডিয়া ম্যানেজারকে থাকতে হবে। বিসিসিআই অনুমতি দিলে তবেই তা করা যাবে। পাঁচ, যদি কোনও ক্রিকেটার বোর্ডের অনুমতি ছাড়া সাংবাদিকের সঙ্গে কথা বলেন, তা হলে তাঁর জরিমানা বা নির্বাসনের শাস্তি হবে। ছয়, যদিও কোনও সাংবাদিক বোর্ডের অনুমতি ছাড়া কোনও চুক্তিবদ্ধ ক্রিকেটারের সঙ্গে কথা বলেন, তা হলে তাঁকে ন্যূনতম এক বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। অর্থাৎ সেই সময়ে তিনি কোনও ক্রিকেট ম্যাচ কভার করতে পারবেন না।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।