
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: এতদিন বিষাক্ত সাপের কামড়ে রোগীদের চিকিৎসায় ভরসা ছিল শুধুমাত্র অ্যান্টি ভেনম ইনজেকশন । কিন্তু এখন ইনজেকশনের পরিবর্তে আসতে চলেছে ট্যাবলেট এবং বিশেষজ্ঞরা দাবিও করছেন, এই ট্যাবলেট যদি বাজারে এসে যায় তাহলে অনেক রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরবে। খুব শ্রীঘই এর ট্রায়াল শুরু হবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে প্রায় ১২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে কারণ শুধুমাত্র সঠিক সময় হাসপাতালে এসে না পৌঁছাতে পারা এবং ঠিক সময় AVS এর প্রাপ্যতা না পাওয়ায়। সেইজন্যই সমস্যা দূর করতেই এই ব্যাবস্থা বিশেষজ্ঞদের।ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার এই প্রসঙ্গে বলেছেন,” বিশেষত গ্রামাঞ্চলে এই অসুবিধার জন্যে বহু লোক সাপের কামড়ে মারা যায় আর এই ট্যাবলেট থাকলে গ্রামের হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন।”সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO’র সাবজেক্ট এক্সপার্ট কমিটি গত বছরের ,২টি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছিল। দেশের ৪টি হাসপাতালকে গবেষণা কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে, যার অন্যতম কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।কবে বাজারে আসবে ট্যাবলেট? কত দাম হবে? তা আগামী দিনেই জানা যাবে।