এক ধাক্কায় ৯৩ লাখ গ্রাহক হ্রাস জিয়োর 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কারো পৌষ মাস তো কারো সর্বনাশ! গ্রাহক হারাচ্ছে Jio এবং নতুন গ্রাহক যোগে Airtel। ঘোর চিন্তায় মুকেশ আম্বানি। Telecom Regulatory Authority of India(TRAI)-র তরফে জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 93 লাখেরও বেশি গ্রাহক হারিয়েছে  আম্বানির সংস্থাJio। সাথেই 7 লাখ নতুন গ্রাহকের সংখ্যা বেড়েছে Airtel।শুধুমাত্র ওই মাসেই 7 লাখ 14 হাজার 199 নতুন গ্রাহক যোগ করেছে Airtel। সব মিলিয়ে Airtel-র মোট গ্রাহক সংখ্যা 356.5-মিলিয়নে পৌঁছেছে। অন্যদিকে 9.3 মিলিয়ন গ্রাহক হারিয়েছে Jio এবং তাদের গ্রাহক সংখ্যা বর্তমানে 406.4 মিলিয়ন।এছাড়াও 3 লাখ 89 হাজার 82 জন গ্রাহক হারিয়েছে Vodafone Idea। ফলে তাদের মোট বর্তমানে গ্রাহক সংখ্যা ব  265.1 মিলিয়ন। সাধারণ মানুষের বক্তব্য, জিও যেরূপভাবে মোবাইল রিচার্জের টাকার অঙ্কের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করছে সেই জন্যেই অনেকেই  ছেড়ে দিচ্ছেন জিও।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।