
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ দু’বছর করোনা আবহে কার্যত ধিমে তালে চলছে পড়াশোনা। তার মধ্যেই সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। অনলাইন নয়, আগামী ২৬ এপ্রিল থেকে অফলাইনই নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হচ্ছে ৫০ শতাংশ পাঠ্যসূচি অনুযায়ী। কিন্তু পড়ুয়াদের মধ্যে দীর্ঘ দিন পর পরীক্ষার হলে বসে, খাতা-পেনে লেখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তা কাটিয়ে ওঠার উপায় হিসাবে বিশেষজ্ঞদের মত, মাথা ঠান্ডা রেখে, সব কিছু সাজিয়ে এগোলেই ফল মিলবে বলে আশাবাদী তাঁরা। পুরনো পদ্ধতি হলেও, পরীক্ষার প্রস্তুতির জন্য নোট নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই। এতে কোন প্রশ্নের উত্তর কী ভাবে লিখতে হয়, মাথার মধ্যেই তা ছকে নেওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারনেটের যুগে শুধু বইয়ের ভরসায় বসে থাকেন না পড়ুয়ারা। আবার প্রাইভেট টিউটরের নোটও সময় মনে ধরে না। সে ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়। তাই নিজের গ্রহণযোগ্যতা অনুযায়ী কোনটা ধরে এগনো উচিত, আগে তা ঠিক করে ফেলতে হবে। খুঁটিনাটি সব মগজস্থ করে ফেললেও, পরীক্ষার খাতায় লেখার কথা ভাবলেই উৎকণ্ঠা দেখা দেয় অনেকের মধ্যে। তাই মাথা ঠান্ডা রেখে এগোলেই আপনা আপনি সমাধান বেরিয়ে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।