
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: সামনেই ৮ মে আসতে চলেছে মাতৃ দিবস (mother’s day)। এই বারে নিন মায়েদের ত্বকের যত্ন। প্রত্যেক মায়েরা সারাদিন ঘরের কাজকর্ম করতে গিয়ে নিজেদের যত্ন নিতে ভুলে যান। তাই সেই অযত্নে থাকা ত্বককে পুনর্জীবিত করতে স্কিন ক্লিনজার উপহার দিতে পারেন। ক্ষতিগ্রস্ত এবং নিস্তেজ ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুবই উপকারী। এছাড়া নারকেল তেল অথবা অলিভ অয়েল ভালো ময়েশ্চারাইজারের কাজ করে। মাঝেমধ্যে শিট মাস্ক কিনে মায়েদের ত্বককে উপহার দেওয়া যেতে পারে। অ্যান্টি এজিং ক্রিম কিংবা ফেস সেরাম ত্বকের সবরকম সমস্যার সমাধান করতে পারে। বয়স বাড়ার সাথে শরীরে ভিতরে মৃতকোষের সংখ্যা বেড়ে যায়। এর জন্য প্রত্যেক মায়েদের ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবার বানিয়ে ব্যবহার করতে পারে কিংবা বাজার কেনা বডি স্ক্রাব।
