এবার স্টেশনেই বাস টার্মিনাস

Spread the love

  স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: শহর কলকাতায় যাতায়াতে সাধারণ মানুষের হয়রানি যেন নিত্যদিনের। ট্রেন থেকে নেমে গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় আমজনতাকে । কারণ কাছাকাছি নেই কোন বাস স্ট্যান্ড । তাই দুর্ভোগের শিকার হতে হয় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের । যদিও এই সমস্যা নতুন কিছু নয় । দীর্ঘদিন থেকেই চলে আসছে । তবে এবার যাত্রীদের কথা মাথা রেখে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত বাস টার্মিনাসের ব্যবস্থা করা হচ্ছে কলকাতা রেল স্টেশনে ।জানা যাচ্ছে, প্রায় ৮০০০ বর্গ ফুট এলাকায় তৈরি করা হতে পারে এই স্ট্যান্ড । যেখানে বাস দাড়াতে পারবে প্রায় ৪৫ মিনিট ।তবে সেখানে সব দূরপাল্লার বাস দাঁড়াবে নাকি, শহর-শহরতলির মধ্যে চলা বাসও দাঁড়াবে তা এখনও ঠিক হয়নি।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার বাস মালিকদের নিয়ে শিয়ালদহ ডিভিশনের রেলের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। সেখানে স্টেশন থেকে বেরনোর পথে মূল রাস্তার ধারে জায়গা চিহ্নিত হয়েছে। ওই অংশের মাটির তলা দিয়ে কোনও জলের লাইন বা উপর দিয়েও বিদ্যুতের তার যায়নি। ফলে ওই এলাকায় বাস স্ট্যান্ড বা টার্মিনাস হলে কোনও সমস্যা নেই। তবে প্রাথমিকভাবে ওই স্থান চিহ্নিত হলেও এখনও সিদ্ধান্ত হয়নি। কলকাতা স্টেশন থেকে অনেকটা হেঁটে আসলে দেখা যায় খালপাড়ের ধারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকে। সেখানে এসেই যাত্রীদের বাসে উঠে যেতে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।একাধিক দূরপাল্লার ট্রেন মাঝরাতেও স্টেশনে এসে দাঁড়ায়, তা থেকে নেমে যাত্রীদের অনেকটা হেঁটে আর জি করের সামনে থেকে বাস ধরতে হয়। কলকাতা স্টেশনের কাছে কে ওয়ান বাসস্ট্যান্ড একটা ছিল। তবে সেটি নামেই, না আছে সেখানে কোনও টয়লেট, না আছে যাত্রীদের দাঁড়ানোর শেড। তাই সব মিলিয়ে স্টেশন চত্বরের চেহারা কিছুটা বদলাতেই এখানে একটি বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা করা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।