
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: এসএসসি দুর্নীতি চক্রে মন্ত্রী পরেশ অধিকারী যোগে হাওয়া গরম রাজ্য রাজনীতিতে। সেই সূত্রেই পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এসএসসি দফতর সিল করে দিয়েছিল এবং শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা চালান তল্লাশি।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে দু’দিন ধরে তল্লাশি চালিয়ে এসএসসি দফতর থেকে প্রচুর নথি , ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI)। সাথে আদালতের নির্দেশে এসএসসি ভবনের ডেটাবেস রুম সিল করে সিবিআই। এই প্রথমবার SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এরপর হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়াও মন্ত্রী কন্যাকে চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, মনে করছে ইডি। এই দুর্নীতির জাল ভেদ করতে সিবিআই ,হাইকোর্ট, ইডি পক্ষ থেকে চলবে একেবারে চুলচেরা তল্লাশি ।
