করোনার কবলে ইজরায়েলের প্রধানমন্ত্রী, ধোঁয়াশা ভারত সফর ঘিরে 

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:করোনায় আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তাঁর মিডিয়া অ্যাডভাইজার। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতে আসার কথা ছিল ৩ এপ্রিল। করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর সফর একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল। প্রধামন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে তাঁর দফতর থেকে বলা হয়েছে,’সন্ত্রাসী হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বেন্নি গ্যাঞ্জ, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমের বারলেভ ইজরায়েল ডিফেন্স চিফ অব স্টাফ আভিভ কোহাভি এবং পুলিশ প্রধান কোবি শাবতাইয়ের সঙ্গে বৈঠক করবেন।’ তবে প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করা হয়েছে কি না, সে ব্যাপারে সরকারিভাবে তাঁর দফতর থেকে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা তেমন উদ্বেগজনক নয়। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকেই গুরুত্বপূর্ণ কাজ করবেন।’ ইতোমধ্যে ইজরায়েলে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় দুজন প্রাণ হারিয়েছেন।আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। হামলার সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলের নজরক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাম্প্রতিক অতীতে এই ধরনের নৃশংস হামলার সাক্ষী থাকেনি ইজরায়েল
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।