
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: বাতিল হয়েগেল ১৯তম এশিয়ান গেমসের আসর। চিনে আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায়, সংক্রমণে লাগাম টানতে চিনে জারি করা হয়েছে লকডাউন। যার জেরে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমস বাতিল করা হল।চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এ আসন্ন এশিয়ান গেমস বাতিলের খবর দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে বাতিল সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। এশিয়ান গেমস হওয়ার কথা ছিল হ্যাংঝাউ প্রদেশে। কিন্তু চিনে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যাও এই প্রদেশেই। এই বিষয়ে অলিম্পিক কাউন্সিল জানিয়েছে , ১৯তম এশিয়ান গেমস, যা শুরু হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর থেকে, সেটি বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণে লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলে তারা জানায়।
