
নিজস্ব প্রতিবেদন :করোনা সংক্রমণে স্বস্তি ফিরছে দেশে। ভারতে তৃতীয় ঢেউয়ে দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। সেই সঙ্গে তাল মিলিয়ে কমছে সক্রিয়ের সংখ্যা। মৃতের সংখ্যা নিয়ে এতদিন উদ্বেগ জারি ছিল। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে তিনশোর মধ্যে সীমাবদ্ধ দৈনিক মৃত্যু। তবে এরই মধ্যে করোনা সংক্রমণে উদ্বেগ জারি রয়েছে কেরলে। রাজ্যের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত। কখন বাড়ছে আক্রান্তের সংখ্যা, কখনও আবার কমছে। তবে, আগের থেকে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। সেটাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে।করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ১৩ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১৩১৬৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৮,৯৪,৩৪৫। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। গতকালের থেকে আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গতকাল রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫৩ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের নিরিখে এদিন প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন। গতকালের থেকে খুবই সামান্য কমেছে আক্রান্তের সংখ্যা। গতকালও এই জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ জন। এই জেলাতে গতকালের থেকে সামান্য কমেছে আক্রান্তের সংখ্যা। গতকাল এই জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। বাকি সব জেলা থেকেই গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ২০ লক্ষ ১৫ হাজার ৫৪৫ জন। সবথেকে বড় সুখবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে একজনেরও করোনায় মৃত্যু হয়নি। গতকালও রাজ্যে করোনায় মৃত্যুশূন্য ছিল। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৭৮ জন। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। মোট ১৭৬ কোটি ৮৬ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে। করোনার নয়া রূপ ওমিক্রন ভারতে আসার পর ভারতের কোভিড পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।