কলকাতায় পেট্রোল প্রায় ১১০

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:লাগাতার ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। ফের চলতি সপ্তাহে আরও এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের । বুধবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে সপ্তমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। এদিন ফের পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা করে বাড়ছে। মূল্যবৃদ্ধির পর শহরে পেট্রোলের দাম হয়েছে ১১০ টাকা ৫২ পয়সা।রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বক্রোক্তি করে বলেন, “উত্তর প্রদেশের নির্বাচনের পর এটা মোদীর রিটার্ন গিফট। অমিত মালব্যকে বলুন আগে জিএসটির টাকাটা ফেরত দিতে।” মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে যৌথভাবে এক মিছিলের ডাক দেওয়া হয়েছিল কলকাতায়। পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছে বামেরাও। পেট্রো পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কী হতে পারে, তা ভালভাবেই জানে আমজনতা। ২০২১ সালেও একইভাবে লাগাতার পেট্রোপণ্যের মূল্য বাড়ছিল।এখন ফের একবার সেই একইভাবে বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।