
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা :বুধবার কসবায় আনুষ্ঠানিক ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিন বাস পরিষেবার উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।আপাতত এমন ১০টি বাস চালু করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর জানা গেছে।পেট্রল, ডিজেলের মতো চিরাচরিত জ্বালানির অত্যধিক মূল্যবৃদ্ধির কারনে বিকল্প পরিবহণ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, জুলাইয়ের শেষে এ ধরনের আরও ৪০টি বাস চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে অবশ্য শহরে ৮০টি বিদ্যুত্চালিত বাস চালু হয়েছে। পাশাপাশি, শহর জুড়ে বসানো হয়েছে ৭৬টি চার্জিং স্টেশন। শীঘ্রই ১,২০০ ই-বাস পরিষেবা চালু করা হবে।
